বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে, সেগুলোতে স্থিতিশীল সরকার নেই।
রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের ওপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশে তিনি এ কথা বলেন।
আলাল বলেন, ‘নতুন একটা বাক্স নিয়ে হাজির হয়েছে। রঙিলা বাক্স। সেই রঙিলা বাক্সের সিদ্ধান্ত হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। আনুপাতিক হারে নির্বাচন। এই পিআর পদ্ধতি যেসব দেশে আছে, কোনো দেশে একটা স্থিতিশীল সরকার নেই। স্বাভাবিক গতির সরকার নেই।’
তিনি বলেন, ‘বেলজিয়াম, ইসরায়েলে পিআর সিস্টেম আছে। বেলজিয়ামে আছে, কারণ সেখানে অনেক আদিবাসী আছে। তাদের পক্ষে কে প্রতিনিধিত্ব করবেন, সে জন্য তাদের একটা প্রতীক দেওয়া হয়েছে। আর ইসরায়েলের আছে, এ কারণে ইসরায়েলতো কোনো দেশ না একটা ধ্বংসের প্রতীক।’
বিএনপির এই নেতা বলেন, ‘প্রকৃতিতে শূন্যতা তৈরি হলে পাশ থেকে বায়ু ছুটে এসে খালি জায়গা দখল করে। তখন ঝড় হয়। সেই ঝড়ের আশঙ্কা নিয়ে কারা কারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন, সেদিকে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে।’
বিডি প্রতিদিন/এমআই