গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে মুনজিল হক (৬২) নামে এক কৃষককে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আবু বক্কর (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আবু বক্কর উপজেলার পাঁচগাছি শান্তিরাম (কালিতলা) এলাকার মৃত আবেদ আলীর ছেলে। নিহত মুনজিল হোসেন একই এলাকার রবিউল ইসলামের ছেলে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ওই দিন দুপুরে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকার বিথী কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জমিজমা সংক্রান্ত জেড়ে গত ৬ আগস্ট সকাল ৯টার দিকে এজাহার নামীয় আসামিরা দলবদ্ধ হয়ে মুনজিল হক নামে এক কৃষককে কোদালের ঘারা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের ছেলে বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে র্যাব-১৩ রংপুর ও র্যাব-১ উত্তরার একটি যৌথ আভিযানিক দল ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকার বিথী কমপ্লেক্সের সামনে যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতার আসামিকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম