ফ্রান্সের সিরামিক জাদুঘর থেকে ৯৫ লাখ ইউরোর চীনামাটির বাসন চুরি হয়েছে।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, জাদুঘরটিতে চুরির ঘটনায় অন্তত ৯৫ লাখ ইউরোর মালামাল খোয়া গেছে।
পুলিশ জানিয়েছে, লিমোজেসের প্রাণকেন্দ্রে অবস্থিত আদ্রিয়েন ডুবুচে ন্যাশনাল মিউজিয়ামে দু’টি চীনামাটির ফুলদানি চুরি হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছেন, স্থানীয় সময় রাত প্রায় সোয়া তিনটায় জাদুঘরটিতে অ্যালার্ম বেজে ওঠে।
ফরাসি ম্যাগাজিন ‘প্যারিস ম্যাচ’ এক প্রতিবেদনে জানিয়েছে, চুরি হওয়া জিনিসপত্রগুলো অস্থায়ীভাবে প্রদর্শনীর জন্য ব্যক্তিগত সংগ্রহকারীর কাছ থেকে ধার হিসেবে নিয়ে আসা হয়েছিল। সূত্র: দ্য লোকাল ফ্রান্স, আশরাক আল-আসওয়াত, এএফপি
বিডি প্রতিদিন/একেএ