নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় নজরুল ইসলাম বাবু নামে এক যুবককে হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- সোনারগাঁয়ের ললাটি এলাকার আফছার উদ্দিনের ছেলে তাওলাদ ওরফে জহিরুল (৪৮)। সেই সাথে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মিজান (৩৫), মোহাম্মদ আলী (৩৮), আব্দুল লতিফ (৬৫), হানিফ (৩৬), সোহেল (৫০), সবুজ (৩৫), মিলন (৪১), সেলিম (৪৩), গোলজার (৩৯), লেদা ফারুক (৪০), রাসেল (৪০), মোমেন (৩৮), সাদ্দাম , শাহীন (৩৯), রুহুল আমিন (৩৮), আবুল (৩৮) ও পন্ডিত (৪৩)।
তাদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী ছাড়া বাকী সকলেই পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত সবাই রূপগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, একজনের উপস্থিতিতে আদালত ১ জনকে মৃত্যুদণ্ড এবং ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ৩১ মে রূপগঞ্জের মাছিমপুর এলাকার মো. জালাল মিয়ার ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরবর্তীতে এই ঘটনায় মো. জালাল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জামশেদ