যাত্রীকে হয়রানির অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগসহ চার পুলিশ সদস্য এবং আরও তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের বাসিন্দা ও হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভার মশিউর রহমান জুয়েল মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. কামরুল হাসান মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে শায়েস্তাগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন—শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাজিদুল ইসলাম সোহাগ, নায়েক আরিফুল, কনস্টেবল রবি দাস, টিএসআই শাহজালাল এবং শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনাম গ্রামের রাজু মিয়া, শাহ আলম ও রেল কলোনি এলাকার পলাশ মিয়া।
মামলার বিবরণে বলা হয়, গত ১৯ আগস্ট রাত ১টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মশিউর রহমান জুয়েল শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে যান। ট্রেন বিলম্বে আসায় তিনি ২ নম্বর প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়।
জুয়েল চিৎকার করলে তাকে উদ্ধার না করে উল্টো রেলওয়ে পুলিশ সদস্যরা ফাঁড়িতে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তাকে মাদক (গাঁজা ও ইয়াবা) দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিডি প্রতিদিন/জামশেদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        