বান্দরবানের আলীকদমে মোবাইল চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্নী পাল (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আলীকদম থানা সূত্রে জানা গেছে, মুন্নী পাল সকালে নিজ বাড়িতে মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে মাটিতে পড়ে যান। ঘরের ভেতর শব্দ শুনে তার স্বামী বিকাশ পাল দৌড়ে এসে তাকে উদ্ধার করেন এবং প্রতিবেশীদের সহায়তায় দ্রুত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ