চাঁপাইনবাবগঞ্জে মাদকসেবীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শহরের চাঁন্দলাই ও জোড়বাগান মহল্লাবাসী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলহাজ্ব সায়েদুজ্জামান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানসহ আরও অনেকে। কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ পরিষদ।
বক্তারা অভিযোগ করেন, চাঁন্দলাই ও জোড়বাগান এলাকাগুলো মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং মাদকসেবীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে।
তারা অভিযোগ করেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো কার্যকর তৎপরতা নেই। অবিলম্বে এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করার দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ