যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০ জনে দাঁড়িয়েছে। অনুসন্ধানকারীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত কের কাউন্টিতে আরও মৃতদেহ খুঁজে পেয়েছে। অন্যান্য কাউন্টিতেও আরও মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে গুয়াডালুপ নদীর তীরে ক্যাম্পিং করা শিশুরাও রয়েছে। এখনো অনেকে নিখোঁজ আছে বলে খবর পাওয়া গেছে।
টেক্সাসের উদ্ধারকারীরা রবিবার শিশুসহ বেশ কয়েক জন নিখোঁজ মানুষকে খুঁজে বের করার চেষ্টা করেছে। যারা আকস্মিক বন্যায় ভেসে গেছে।
দুর্যোগ মোকাবেলা কর্মকর্তাদের সাথে স্থল এবং হেলিকপ্টারে স্থানীয় বাসিন্দারাও নিখোঁজদের খোঁজার কাজে যোগ দেন। নিখোঁজদের মধ্যে ১১ জন মেয়ে এবং নদীর তীরবর্তী খ্রিস্টান গ্রীষ্মকালীন শিবিরের একজন পরামর্শদাতাও ছিলেন। যেখানে দুর্যোগের সময় প্রায় ৭৫০ জন লোক অবস্থান করছিলেন।
প্রকৃতির এক ভয়াবহ বিপর্যয়ে গুয়াডালুপ নদীর পানি শুক্রবার রাতভর বৃষ্টির কারণে ক্যাম্প মিস্টিকের গাছের চূড়া এবং কেবিনের ছাদে পৌঁছে যায়। এতে সেখানে অবস্থান করা কয়েকজন মেয়ে ভেসে যায়।
কম্বল, টেডি বিয়ার এবং অন্যান্য জিনিসপত্র কাদায় ভেসে যায়। পানির তীব্রতায় কেবিনের জানালা ভেঙে যায়।
লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেছেন, চলমান বন্যা পরিস্থিতির কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, ক্যাম্প মিস্টিক ভয়াবহভাবে ধ্বংস হয়ে গেছে যা আমি কোনও প্রাকৃতিক দুর্যোগে দেখিনি।
তিনি ঘটনাস্থল পরিদর্শনের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলেছেন, আমরা থামব না যতক্ষণ না আমরা সেই কেবিনে থাকা প্রতিটি মেয়েকে খুঁজে পাই।
কর্মকর্তারা এবং মার্কিন গণমাধ্যম জানিয়েছে যে টেক্সাসের অন্যান্য কাউন্টিতে নয়জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা ৬৮ তে পৌঁছেছে।
কর্মকর্তারা আগে বলেছিলেন যে ক্যাম্প থেকে ২৭ জন মেয়ে নিখোঁজ রয়েছে। কেরভিল শহরের ব্যবস্থাপক ডাল্টন রাইস রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, সেই সংখ্যাটি এখন ১১ জন।
বিডি প্রতিদিন/নাজমুল