শ্রীলঙ্কার মাটিতে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (৫ জুলাই) কলম্বোয় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। আর এই জয়ের সঙ্গেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন বাংলাদেশ ৯ নম্বরে।
ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও বাংলাদেশ দল ২৪৮ রানে অলআউট হয়। লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনা করে শ্রীলঙ্কা। তবে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণি জালে আটকে যায় লঙ্কান ব্যাটাররা। জানিথ লিয়ানাগে একপ্রান্তে লড়াই চালালেও শেষ পর্যন্ত হারের বেদনা নিয়েই মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
এই জয়ের ফলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৮। এক ধাপ পিছিয়ে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
অন্যদিকে, বাংলাদেশের কাছে হারের ফলে র্যাঙ্কিংয়ে পিছিয়েছে শ্রীলঙ্কাও। এক ধাপ নেমে তারা এখন ৫ নম্বরে। তাদের রেটিং ১০২। সুযোগ কাজে লাগিয়ে ১০৪ রেটিং নিয়ে ৪ নম্বরে উঠে এসেছে পাকিস্তান।
বর্তমানে ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
৬ থেকে ৮ নম্বর পর্যন্ত রয়েছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।
বিডি প্রতিদিন/মুসা