শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। ৩২ দল নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতা নানা রোমাঞ্চ আর নাটকীয়তা পার করে এখন পৌঁছে গেছে শেষ চারে। সেমিফাইনালের লড়াইয়ে জায়গা করে নিয়েছে ইউরোপের তিন জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি), রিয়াল মাদ্রিদ ও চেলসি। এবং দক্ষিণ আমেরিকার একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে আছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।
সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার রাতে। এই ম্যাচে মুখোমুখি হবে ফ্লুমিনেন্স ও চেলসি। এই ম্যাচ ঘিরে উৎসাহের কমতি নেই। বিশেষ করে ব্রাজিলিয়ান ক্লাবটির প্রতি যাদের আশা এখন একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে ফ্লুমিনেন্স।
প্রতিযোগিতায় শুরুতে ব্রাজিলের চারটি ক্লাব অংশ নিয়েছিল এবং সবাই গ্রুপ পর্ব পেরিয়ে উঠেছিল শেষ ষোলোয়। কোয়ার্টার ফাইনালে উঠেছিল ফ্লুমিনেন্স ও পালমেইরাস। কিন্তু পালমেইরাস থেমে যায় সেখানেই। এখন ফ্লুমিনেন্সই লড়ছে লাতিন আমেরিকার সম্মান বাঁচাতে।
অন্যদিকে ইউরোপীয় ক্লাবগুলোর শুরুর পথচলা একটু ধাক্কায় ভরা হলেও শেষ ষোলো থেকে তারাই নিয়ন্ত্রণে ফিরে আসে। বর্তমানে সেমিফাইনালে থাকা চার দলের তিনটিই ইউরোপের। ফলে অল-ইউরোপিয়ান ফাইনালের সম্ভাবনাও জোরালো। তবে চেলসিকে হারাতে পারলে ইউরোপ-দক্ষিণ আমেরিকার ফাইনালের পথ খুলে যাবে ফ্লুমিনেন্সের জন্য।
শেষ ষোলোয় শক্তিশালী ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছিল ফ্লুমিনেন্স।
অপর সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। দুই ইউরোপিয়ান পাওয়ারহাউজের হাই-ভোল্টেজ লড়াই দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা।
বিডি প্রতিদিন/মুসা