বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। আগামীর বাংলাদেশ কীভাবে চলবে। সেই ৩১ দফায় প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা রয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে প্রতিটি এলাকাতে প্রতিটি ঘরে ঘরেই একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ড থাকবে মায়েদের নামে। যাতে করে মায়েরা সংসার চালাতে পারেন।’
রবিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ও বাঘিল ইউনিয়নের জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ ছাড়া পোড়াবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রউফ রিপনের মায়ের কবর জিয়ারত করেন টুকু।
তিনি বলেন, ‘বিএনপি যখন যে ওয়াদা করে সে ওয়াদা আল্লার রহমতে পূরণ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত দিনে প্রতিটি ওয়াদা পূরণ করেছেন। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান ৩১ দফায় যা যা উপস্থাপন করেছেন, প্রতিটিই পূরণ করবেন।’
টুকু আরও বলেন, ‘বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এই ফ্যাসিবাদ সরকার গুম-খুন করে বিদায় হয়েছে। এ দেশের মানুষ একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চায়।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই