শেষ মুহূর্তের উত্তেজনায় ভরা ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
শনিবার (৫ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় ইউরোপিয়ান জায়ান্টরা। গন্সালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল।
শেষ দিকে নাটকীয়ভাবে ম্যাচে ফিরে আসে ডর্টমুন্ড। যোগ করা সময়ের শুরুতে রিয়ালের ডিফেন্ডার রুডিগারের ভুলে গোল করে ব্যবধান কমায় মাক্সিমিলিয়ান। তবে মিনিটখানেক পরই অ্যাক্রোবেটিক ওভারহেড কিকে কিলিয়ান এমবাপ্পে আবারও দুই গোলের ব্যবধান গড়ে দেন।
তবুও ম্যাচের উত্তেজনা থামেনি। পরের মিনিটেই ডর্টমুন্ডের সেগু গিগাসিকে ফাউল করে লাল কার্ড দেখেন রিয়ালের ডিন হাউসেন। সেই পেনাল্টি থেকে গোল করে আবারও ম্যাচে ফেরার চেষ্টা করে ডর্টমুন্ড।
শেষ সময়ে দারুণ এক সেভ করেন থিবো কোর্তোয়া। সাবিৎজারের শক্তিশালী শট দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে নেন এই বেলজিয়ান গোলরক্ষক। এরপরই বাজে শেষ বাঁশি।
এই জয়ে শেষ চারে যায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সাঁ জার্মেইন (পিএসজি)।
বিডি প্রতিদিন/মুসা