ময়মনসিংহের নান্দাইল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গ্রামের মৃত সাত্তার আকন্দের ছেলে মোস্তফা আকন্দ (৫০) এবং তার আট বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিকেলে মোস্তফা আকন্দ তার বাড়ির পাশের জমিতে ধানের বীজ বপন করছিলেন। সঙ্গে ছিল তার ছোট ছেলে আব্দুল্লাহ। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে নিশ্চিত করে ওসি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/জামশেদ