কক্সবাজারের উখিয়া উপজেলার মাদারবনিয়া এলাকায় র্যাবের বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকালে এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতরা হলেন-কক্সবাজার শহরের উত্তর নুনিয়া ছড়ার বাদশা মিয়ার ছেলে মো. মনির (৩২) এবং উখিয়ার মাদারবনিয়া এলাকার রশিদ আহমেদের ছেলে মঞ্জুর আলম (২৮)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে র্যাব-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্প ও সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদারবনিয়া এলাকায় অবস্থানরত ইয়াবা কারবারিদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম