অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেনকে সম্মান জানিয়ে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তিনি সিডনিতে দায়িত্ব পালন শেষে সৌদি আরবের জেদ্দায় নতুন কনসাল জেনারেল হিসেবে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন।
বুধবার স্থানীয় সময় দুপুরে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে আয়োজিত এই বিদায়ী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মার্ক কৌরে এমপি (স্টেট মেম্বার ফর ওটলি, শ্যাডো মিনিস্টার ফর মাল্টিকালচারালিজম), আনুলাক চানথিভং এমপি (মন্ত্রী– ইন্ডাস্ট্রি ও ট্রেড, মন্ত্রী– ইনোভেশন, সায়েন্স ও টেকনোলজি), ক্রিস রাথ এমএলসি (শ্যাডো স্পেশাল মিনিস্টার অব স্টেট, শ্যাডো মিনিস্টার ফর লোকাল গভর্নমেন্ট, অপোজিশন হুইপ– লেজিসলেটিভ কাউন্সিল), স্থানীয় কাউন্সিলর, বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের নেতারাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেনের কূটনৈতিক দক্ষতা, সততা ও প্রবাসী কমিউনিটির জন্য তার আন্তরিক অবদানের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তার সৌদি আরবের জেদ্দায় নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
অনুষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু এবং আয়োজনের জন্য প্রভাত ফেরির কর্ণধার ও বিশিষ্ট ব্যবসায়ী শ্রাবন্তী কাজী এবং সোলেমান আশরাফী দেওয়ানকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।
বিডি প্রতিদিন/কেএ