লস অ্যাঞ্জেলেসের আদালতে মার্কিন নৌসেনার এক সদস্যকে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। চীনা এজেন্টের কাছে গোপন সামরিক তথ্য পাচারের অপরাধে ২৫ বছর বয়সী জিনচাও ওয়েইকে (অন্য নাম প্যাট্রিক ওয়েই) অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ছয়টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে গুপ্তচরবৃত্তি, ষড়যন্ত্র এবং গোপন সামরিক তথ্য অবৈধভাবে পাচার।
মার্কিন বিচার বিভাগ জানায়, ওয়েই সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে চীনা গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যুক্ত হন। তিনি বিগ ব্রাদার অ্যান্ডি নামে পরিচিত ওই কর্মকর্তার কাছে ছবি, ভিডিও এবং মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস এসেক্সসহ প্রশান্ত মহাসাগরীয় বহরের বিভিন্ন জাহাজের তথ্য সরবরাহ করতেন। এর বিনিময়ে তিনি প্রায় ১৮ মাসে ১২ হাজার ডলারের বেশি অর্থ পান।
আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, ওয়েই গোপনে একাধিক এনক্রিপটেড অ্যাপ ব্যবহার করে তথ্য পাঠাতেন এবং নতুন মোবাইল ও কম্পিউটার ব্যবহার করতেন। এমনকি নিজের মাকে টেক্সট বার্তায় লিখেছিলেন, অন্য চীনা নৌসদস্যরা ট্যাক্সি চালিয়ে বাড়তি আয় করার চেষ্টা করছে। আর আমি গোপন তথ্য ফাঁস করেই টাকা রোজগার করছি। তার মা উত্তরে লেখেন—ভালো কাজ করছো!
২০২২ সালের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব প্রক্রিয়ার মধ্যে থাকা অবস্থায় ওয়েইকে টার্গেট করে চীনা এজেন্ট। নিজেকে রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশন-এর কর্মী এবং নৌযানপ্রেমী হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে যোগাযোগ শুরু হয়।
প্রসিকিউশন জানায়, ওয়েই শুধু জাহাজের অবস্থান নয় প্রতিরক্ষা ব্যবস্থা, টেকনিক্যাল সমস্যাসহ গুরুত্বপূর্ণ তথ্যও পাঠাতেন।
মার্কিন অ্যাটর্নি অ্যাডাম গর্ডন বলেন, ওয়েইয়ের এই কর্মকাণ্ড মার্কিন সামরিক বাহিনীর আস্থার এক গুরুতর বিশ্বাসঘাতকতা। টাকার বিনিময়ে গোপন সামরিক তথ্য ফাঁস করে তিনি শুধু সহকর্মী নৌসেনাদের জীবন নয়, পুরো জাতির নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছেন।
ওয়েইকে ২০২৩ সালের আগস্টে ইউএসএস এসেক্সে দায়িত্বে যোগ দেওয়ার সময় গ্রেফতার করা হয়। তার সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর। দোষী সাব্যস্ত হলে তিনি আজীবন কারাদণ্ড পেতে পারেন।
ওয়েইয়ের পাশাপাশি একই বছরে অপর এক মার্কিন নৌসদস্য, পেটি অফিসার ওয়েনহেং ঝাওকেও গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেফতার করা হয়। ঝাওকে চীনা এজেন্টের কাছে প্রশান্ত মহাসাগরে বড় আকারের নৌমহড়ার পরিকল্পনা, রাডার সিস্টেমের নকশা এবং সেনা ঘাঁটির সংবেদনশীল নথি সরবরাহের অভিযোগে ২৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল