পায়ের চোটের কারণে টানা ১৫ দিন বাইরে থাকার পর এ সপ্তাহেই মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। দুর্ভাগ্যজনকভাবে মাত্র এক ম্যাচ খেলেই আবারও অস্বস্তি অনুভব করেন তিনি। তাই মেসিকে বিশ্রাম দিয়েছিলেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো।
বৃহস্পতিবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেসিহীন ম্যাচে ২-১ গোলে মায়ামিকে জিতিয়েছেন লুইস সুয়ারেজ। দুটি গোলই পেনাল্টি থেকে করেছেন উরুগুয়ে তারকা।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে লিড পায় মিয়ামি। ডান পায়ের পেনাল্টি শ্যুটে ডান পাশের নিচের কোণ দিয়ে বল জালে জড়িয়ে দেন উরুগুয়ে তারকা।
ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল মিয়ামি। এরপর অ্যাঞ্জেল কোরেয়ার গোলে সমতায় ফেরে মেক্সিকান ক্লাব টাইগ্রেস।
৮৯ মিনিটে মায়ামির জয়সূচক গোল করেন সুয়ারেজ। এবারও পেনাল্টি থেকে গোল করেন তিনি। প্রথম শ্যুটের মতো হুবহু শ্যুট নেন উরুগুয়ে ফরোয়ার্ড।
অবশেষে ২-১ ব্যবধানে জিতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মিয়ামি।
বিডি প্রতিদিন/কেএ