নোয়াখালীর সেনবাগে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলের এডিসি হারুন এবং এসি বিপ্লবের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে সেনবাগ বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এদিন বিকেল ৫টায় সেনবাগ বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে্ একটি মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিএনপির অফিসের সামনে এসে শেষ হয়। সমাবেশে জয়নাল আবদিন ফারুক সাবেক এই দুই পুলিশ কর্মকর্তাকে খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ২০১১ সালের ৬ জুলাই বিএনপির হরতাল চলাকালীন সময়ে জাতীয় সংসদ ভবনের সামনে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে একটি মিছিল বের হয়। একপর্যায়ে জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত করে তৎকালীন এডিসি হারুন ও এসি বিপ্লব।
আমরা ন্যাক্কারজনক এ হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম