সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন মো. শাহজাহান আলী মোল্লা।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।
পিএসসি’র অবসরপ্রাপ্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লাকে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) নিয়োগ দেন রাষ্ট্রপতি। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকাকালে ২০১৪ সালের ০৯ নভেম্বর পিএসসি’র ভারপ্রাপ্ত সচিব করা হয় শাহজাহান আলীকে। পরে কমিশনের সচিব পদে পদোন্নতি পান তিনি।
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় সরকারের প্রশাসনিক তদন্ত কমিটির প্রধানের দায়িত্বও পালন করেন শাহজাহান আলী। শাহজাহান আলীকে নিয়ে পিএসসি’র সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাদিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
বিডি প্রতিদিন/ ২৩ আগস্ট, ২০১৭/ ই জাহান