১৫ জুন, ২০২০ ০৯:৪৫

বাংলাদেশি ‘লিভিং ঈগল’ সাইফুল আজম আর নেই

অনলাইন ডেস্ক

বাংলাদেশি ‘লিভিং ঈগল’ সাইফুল আজম আর নেই

বাংলাদেশের ‘লিভিং ঈগল’ হিসেবে খ্যাত গ্রুপ ক্যাপ্টেন (অব.) সাইফুল আজম আর নেই। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সবসময়ের সেরা এ যোদ্ধা পাইলট (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নানান জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সাইফুল আজম জর্ডান, ইরাক ও পাকিস্তানের হয়ে যুদ্ধে পাইলটের দায়িত্ব পালন করেছেন। ১৯৬৭ সালের ইরাকযুদ্ধে তিনি সবচেয়ে বেশি ইসরাইলি বিমান ভূপাতিত করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সাইফুল আজম বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। এরপর তিনি ঢাকা বিমান ঘাঁটির কমান্ড লাভ করেন এবং ১৯৭৭ সালে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান।

সাইফুল আজম তার বর্ণাঢ্য জীবনে নিজেই কিংবদন্তির ইতিহাস রচনা করেছিলেন। বৈমানিক হিসেবে অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্র বিমানবাহিনী তাঁকে বিশ্বের ২২ জন লিভিং ইগলস এর একজন হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া ইরাক ও জর্ডান সরকার তাকে নানা সম্মাননায় ভূষিত করে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর