প্রায় ১ কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে জাতীয় সেবা সংস্থা ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’ (টিমএইচসিএসবি)। গত ১৯ নভেম্বর মিসর সফরে গেছেন সংস্থাটির ছয় সদস্যের একটি টিম। এই টিমে আছেন সংস্থার পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম, সহসভাপতি ডক্টর মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল, স্বাস্থ্যবিষয়ক সহপরিচালক মাওলানা ইমরান নাফিস এবং ঢাকা পল্টন সেগুনবাগিচা ইমাম খতিব পরিষদের কার্যনির্বাহী সভাপতি মুফতি তাওহিদুল ইসলাম।
ছয় দিনের এই সফরে মিসরের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের সহায়তা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজা ও খান ইউনিসেও সহায়তা পৌঁছে দিচ্ছেন তাঁরা।
সফরে ২১ নভেম্বর কায়রোতে অবস্থিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত দিয়াব আল্লু স্যারের সঙ্গে দেখা করেন হাফেজ্জী চ্যারিটেবলের দায়িত্বশীলরা।
রাষ্ট্রদূতের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তাঁরা বাংলাদেশের তরফ থেকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত জানান, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি মিসরের শরণার্থী হিসেবে আশ্রয় নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন