রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বদলে গেছে সিলেট জেলা স্টেডিয়াম

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বদলে গেছে সিলেট জেলা স্টেডিয়াম

সংস্কার কাজের মাধ্যমে বদলে গেছে সিলেট জেলা স্টেডিয়ামের চেহারা। সিলেটের এই পুরনো স্টেডিয়ামটিকে আধুনিকায়ন করা হয়েছে। ফলে একটি পূর্ণাঙ্গ আধুনিক স্টেডিয়ামের রূপ পেয়েছে এটি। জানা গেছে, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবনার প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সিলেট জেলা স্টেডিয়ামে বরাদ্দ আসে প্রায় ১১ কোটি টাকা। গত বছরের অক্টোবর থেকে পুরোদমে শুরু হয় সংস্কার কাজ। তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংস্কার কাজের উদ্বোধন করেন। সম্প্রতি তিনি ফের স্টেডিয়ামটি পরিদর্শন করে নতুন রূপ দেখে উচ্ছ¡াস প্রকাশ করেন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম জানিয়েছেন, সংস্কার কাজের আওতায় স্টেডিয়ামে পাঁচতলা বিশিষ্ট প্যাভিলিয়ন ও ভিআইপি গ্যালারি নির্মাণ করা হয়েছে। স্টেডিয়ামে লিফট স্থাপন, দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণ, মটর পাম্পসহ গভীর নলকূপ স্থাপনও করা হয়েছে। এছাড়া বিদ্যমান গ্যালারি ও ভবনগুলোতেও প্রয়োজনীয় সংস্কার সাধন ও রং লাগানো হয়েছে। এর মাধ্যমে সিলেট জেলা স্টেডিয়ামের আগের চেহারা বদলে দৃষ্টিনন্দন রূপ পেয়েছে।

এদিকে, গত ২৪ আগস্ট স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি স্টেডিয়াম ঘুরে দেখে সংস্কার কাজে সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ খবর