ঈদকে সামনে রেখে গাজীপুরের শিল্পাঞ্চল এলাকা থেকে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো হয়েছেন অসংখ্য মানুষ। ফলে পরিবহন সংকট ও অতিরিক্ত যাত্রীর চাপে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী লেনে তৈরি হয়েছে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
একটি যাত্রীবাহী বাসের চালক হাতেম আলী জানান, দিনভর মহাসড়কে থেমে থেমে যানবাহন চলেছে। এক পর্যায়ে তা বড় যানজটে রূপ নেয়। শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে ভালুকার সীডস্টোর-আমতলী পর্যন্ত যানজট বিস্তৃত হয়েছে বলে জানান তিনি।
মাওনা এলাকার বাসিন্দা সাঈদ চৌধুরী প্রতিদিন ভবানীপুর এলাকায় অফিস করতে ১২ কিলোমিটার পথ পাড়ি দেন মাত্র ১৫-২০ মিনিটে। কিন্তু ঈদের এই ভ্রমণে আড়াই ঘণ্টায়ও তিনি পার হতে পেরেছেন মাত্র ৮ কিলোমিটার। তিনি বলেন, 'প্রায় আড়াই ঘণ্টা ধরে গাড়িতে বসে আছি। আমার চেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশু যাত্রীরা। পুলিশ থাকলেও চালক ও সহকারীদের সচেতনতা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।'
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ময়মনসিংহের ভালুকার সীডস্টোর এলাকায় দুপুরের পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায়। এরই মধ্যে বিকেলে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সময় অনেক বাস যাত্রী তুলতে না পারায় তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এতে মোড়ে মোড়ে যানজট সৃষ্টি হয়, যা পরে কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, 'হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সকলে কাজ করে যাচ্ছে।'
বিডি প্রতিদিন/মুসা