‘প্রিয় প্রজাপতি’ ও ‘মিথ্যে প্রেমের গল্প’র ব্যাপক সফলতার পর ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অবমুক্ত হয়েছে বসুন্ধরা টিস্যু নিবেদিত ভিন্ন রুচি ও নির্মাণের নাটক হাসিব হোসাইন রাখির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘চলো হারিয়ে যাই’। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী, রাফসান ইমতিয়াজ শান্ত, মায়া, সালমান আরাফাত প্রমুখ। নাটকটি প্রকাশের মাত্র ২১ ঘণ্টায় ১ মিলিয়ন অতিক্রম করেছে, যা রীতিমতো অবাক করা বিষয়! এদিকে অবমুক্তের পর থেকে নাটকটি প্রশংসার জোয়ারে ভাসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের নির্মাণ, গল্প, লোকেশন ও সব চরিত্রের অভিনয় নিয়ে চলছে তুমুল আলোচনা। ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকের কমেন্ট বক্সে মো. হাবিব নামে একজন নাট্যপ্রেমী লিখেছেন, ‘এই নাটক যে মনোযোগ দিয়ে দেখছে তার অবশ্যই চোখ দিয়ে পানি বেরিয়েছে। এককথায় অসাধারণ! ২০২৫ এর সেরা নাটক।’ পিয়ালী চৌধুরী লিখেছেন, ‘খুব খুব খুব সুন্দর লাগল। অসাধারণ গল্প, অসাধারণ অভিনয়, অসাধারণ পরিচালনা। গোটা টিমকে অনেক অনেক ধন্যবাদ। ভারত থেকে দেখলাম।’ আরেক ভক্ত লিখেছেন, ‘শেষটা যে এমন হবে ভাবিনি। ভীষণ কষ্ট পেলাম। কিন্তু তাও বলতেই হয়, নাটকটা ছিল মাস্টারপিস।’ একজন কমেন্ট করেছেন, ‘নাটকটা অনেক ভালো লাগল। যার মধ্যে রয়েছে ভালোবাসা, পরিবার, আবেগ।’ কারও কারও মতে, নতুন করে বাঁচতে শেখাবে ‘চলো হারিয়ে যাই’। ‘চলো হারিয়ে যাই’ নাটক প্রসঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘এই কাজটা ক্যাপিটাল ড্রামার সঙ্গে আমার প্রথম কাজ। সো, কাজটি নিয়ে আমি আসলেই অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আশাবাদী। যেখানে সচরাচর এখন অনেক রোমান্টিক ড্রামা করছি আমি নিজেও, সেখান থেকে আমরা ভিন্নধারার একটি কাজ করতে পারছি, সেটা আনন্দের।’ পরিচালক রাখি বলেন, চলো হারিয়ে যাই-এর মতো গল্প এখন খুব বেশি একটা কেউ করে না। যে কোনো ডিরেক্টরের কিছু স্পেশাল কাজ করার স্বপ্ন থাকে। চলো হারিয়ে যাই আমারও তেমন একটা স্বপ্নের প্রজেক্ট। নাটকটি নিয়ে হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল বলেন, ‘ক্যাপিটাল ড্রামার এটি তৃতীয় ওয়েব ফিল্ম এবং বর্তমান নাটকগুলো থেকে সম্পূর্ণ আলাদা কিছু। মানুষের জীবন দর্শনের অনেক কিছু উঠে এসেছে ‘চলো হারিয়ে যাই’ নাটকটিতে।’ এদিকে নাটকটিতে রয়েছে মনোমুগ্ধকর গান। যেটি অবমুক্ত হবে ক্যাপিটাল মিউজিক ইউটিউবে। গানটির মিউজিক ডিরেক্টর জাহিদ নীরব।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
আলোচনায় ক্যাপিটাল ড্রামার নাটক
নতুন করে বাঁচতে শেখাবে ‘চলো হারিয়ে যাই’
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর