বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ৪৪তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার নগরীর কাজীর দেউড়ি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি ব্যারিস্টার জিসান মহসিন, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু প্রমুখ।
প্রতিযোগিতায় নীলফামারী, খুলনা, পঞ্চগড়, দিনাজপুর, নাটোর, নড়াইল, চাঁদপুর, বান্দরবান, ঠাকুরগাঁও, রংপুর, গোপালগঞ্জ, জয়পুরহাট, জামালপুর, খাগড়াছড়ি, লালমনিরহাট, পাবনা, সাতক্ষীরা, সিলেট জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জেল, বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রামসহ সর্বমোট ২৪টি দল অংশগ্রহণ করছে।
১৯টি জেলা দল এবং ৫টি সার্ভিস দলে মোট ২৭২ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করছে। তার মধ্যে ১৭৫ জন পুরুষ সাইক্লিস্ট, ৭৫ জন মহিলা এবং ২২ জন অনুর্ধ্ব বালক সাইক্লিস্ট।
প্রথম দিনে ৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়: ২৮ কি.মি. রোড ইন্ডিভিজ্যুয়াল (অ-১৬) ইভেন্টে ১ম স্থান অধিকার করেন জীবন আলী (বাংলাদেশ আনসার), ২৮ কি.মি. রোড ইন্ডিভিজ্যুয়াল (মহিলা) ইভেন্টে ১ম স্থান অধিকার করেন সূবর্ণা বর্মা (বাংলাদেশ সেনাবাহিনী), ২৮ কি.মি. রোড ইন্ডিভিজ্যুয়াল (পুরুষ) ইভেন্টে ১ম স্থান অধিকার করেন রাকিবুল হাসান (খাগড়াছড়ি জেলা)
বিডিপ্রতিদিন/কবিরুল