বগুড়ায় পাঁচ তারকা মম ইন হোটেল পার্ক অ্যান্ড রিসোর্টে টিএমএসএস ফিটনেস ও জিম সেন্টার উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার ঠেঙ্গামারাস্থ টিএমএসএস ফাউন্ডেশন অফিস এরিয়ায় এই ফিটনেস ও জিম সেন্টার স্থাপন করা হয়।
ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এসময় উপস্থিত ছিলেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।
এতে গেস্ট অব অনার ছিলেন প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার, টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুলনাহার পারভিন, উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস'র উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মো. মতিউর রহমান, টিএমসি ও আরসিএইচের পরিচালক বিগ্রে. জেনারেল (অব.) ডা. মো. জামিলুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ