রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় নগরীর ভদ্রা বস্তিতে সূর্যকিরণ পাঠশালায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ঝড়ে পড়া ৩৫ ছিন্নমূল শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। কর্মশালায় শিশুরা তাদের অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা শিশু নির্যাতন বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
কর্মশালা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়া তিন জনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলার সভাপতি মতিউর মর্তুজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমাইয়া হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম লিটন, সূর্যকিরণ পাঠাশালার প্রতিষ্ঠাতা শাইখ তাসনীম জামাল, বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলার সহ-সভাপতি বানি ইসরাইল, অর্থ সম্পাদক তাহসিন শেখ, দপ্তর সম্পাদক জুলফিকার আলী হায়দার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সিফা খাতুন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সামিউর রহমান অলি, কার্যকরী সদস্য নূরে হবিব সিদ্দিকী, আরিফ ইসলাম, তানভির আহমেদ, সামিউর রহমান স্নিগ্ধসহ কমিটির অন্যান্য সদস্যরা।
বিডি প্রতিদিন/হিমেল