কুমিল্লার দাউদকান্দি উপজেলার বড়গোয়ালী গ্রামে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি এবং দূষণমুক্ত পরিবেশ রক্ষা শীর্ষক আলোচনা সভা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সেকান্দর মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেকান্দর মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মতিন সৈকত, বিশেষ অতিথির বক্তব্য দেন জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আল মামুন, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম মিজানুর রহমান পাপ্পু, সাংবাদিক হানিফ খান, দুর্নীতি দমন কমিশনের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক কবি ও সাহিত্যিক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সেকান্দর মাস্টার স্মৃতি পাঠাগারের জ্যৈষ্ঠ সহ-সভাপতি খন্দকার আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সেলিম, প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য এবং অর্থ সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সেকান্দর মাস্টার স্মৃতি পাঠাগারের সহসাধারণ সম্পাদক নূর উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ নাসির, শিক্ষা উন্নযন সম্পাদক কলিম উল্লাহ শিকদার, সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব হোসেন প্রধান, ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন সরকার, কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন সম্পাদক আবু ইউসুফ তালুকদার, তথ্য, যোগাযোগ ও গবেষণা সম্পাদক তানিম কাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সন্তোষ রায়। অনুষ্ঠান সঞ্চলনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়হান উদ্দিন তালুকদার, মিরাজ তালুকদার, মিরান সরকার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান সরকার, চকমখোলা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন, মকবুল হোসেন, দরিগোয়ালি গ্রামের বাসিন্দা চাকরীজীবী নেয়ামত উল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত