নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালক কাশেম (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (১৮ আগস্ট) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১২ আগস্ট বিকেলে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকায় রামচন্দ্রদী ব্রিজের পূর্ব পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে বিশনন্দী ফেরিঘাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই যাত্রী পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান সিএনজি চালক আবুল বাশার (৪৫) ও যাত্রী জাকির হোসেন (৫৫)। এছাড়া আহত অবস্থায় সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও শিশু রিয়া (১০) বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক কাশেম পালিয়ে যান। নিহত সিএনজি চালক আবুল বাশারের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।
র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়াতদন্তের মাধ্যমে কাশেমের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        