পঞ্চগড়ে গ্রিন মাল্টিপারপাস সোসাইটি নামে একটি সংস্থার বিনিয়োগকারীরা পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঞা মুক্তার স্ত্রী মেজর (অব) কাজী মৌসুমীর বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন। তারা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। রবিবার বণিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রতারিত বিনিয়োগকারীরা। অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুল মালেক, শাসসুল হক, আবুল হাশেম, আবুল হাসেম বক্তব্য রাখেন। এ বিষয়ে জানতে কল করে মেজর মৌসুমী (অব.) জিএম এনামুল হকের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।