ঢাকার কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে ৭১ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকার বেশি। গতকাল দুপুরে র্যাব-১০-এর সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, ভোররাতে কেরানীগঞ্জের কালিন্দী এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ আল আমিন (৩৩) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকার হোসেন আলীর ছেলে। এ ছাড়া বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় ২৫ কেজি গাঁজাসহ ফারুককে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার শঙ্কুচাইল এলাকার আবদুল গণির ছেলে। র্যাব জানায়, সংশ্লিষ্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে।