ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় দাঙ্গাবাজরা উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় এই সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির তরুণদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই উভয়পক্ষের লোকজন উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এরই জের ধরে শুক্রবার সকালে আবারও উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষে একাধিক বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রথমে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে, যাতে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে।”
বিডি প্রতিদিন/হিমেল