রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মভূমি সংলগ্ন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এবং বাংলা একাডেমি পরিচালিত প্রতিষ্ঠান বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে রোকেয়ার ভাস্কর্যের ডানদিকে সৌন্দর্য মেলে ধরেছে সেঞ্চুরি প্ল্যান্ট বা শতাব্দী উদ্ভিদ। গাছের ফুলটি দর্শনার্থীদের আকৃষ্ট করছে। এর বৈজ্ঞানিক নাম অমধাব ধসবৎরপধহধ. অনেকে বলেন, আমেরিকান ঘৃতকুমারী। একটি শোভাময় উদ্ভিদ হিসেবে যেটি বিশ্বব্যাপী চাষ করা হয়ে থাকে, ১০ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচে। মোথাযুক্ত ছোট কান্ডের গাছ এটি। বাংলা একাডেমির সহপরিচালক এবং বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, এক সময় সারা দেশেই জন্মাতে দেখা যেত এই গাছ। তবে এখন আর আগের মতো এই গাছ দেখা যায় না। পাতা লম্বা, কিনার হলুদ, মাঝখানে সবুজ রঙের।
পাতায় অনেকেই নিজের নামটা লিখতে পছন্দ করেন। পাতার বয়স বাড়ার সঙ্গে লেখাগুলোও বড় হতে থাকে। কিনারে কাঁটা আছে। মঞ্জরি অনেক বড়, ফুল হালকা হলুদ। ফলও ধরে। ফল হয়ে থাকে গোলাকার। জুলাই-অক্টোবরে ফুল-ফল হয়। এটি শোভাবর্ধনকারী গাছ। আদি জন্মস্থান মেক্সিকো।