রাশিয়ার তেল কেনার জন্য ভারতের কড়া সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য ও উৎপাদন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা পিটার নাভারো।
তিনি বলেছেন, “ভারতকে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি বন্ধ করতে হবে। কেননা, এই আমদানি মস্কোর ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে।”
ফাইন্যান্সিয়াল টাইমস-এ প্রকাশিত একটি মতামত প্রবন্ধে নাভারো দাবি করেন, নয়াদিল্লি ‘এখন রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে।’
তিনি বলেন, “যদি ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে থাকতে হয়, তবে তাকে সে অনুযায়ী আচরণ করতে হবে।”
ওই প্রবন্ধে নাভারো বলেন, “ভারত রাশিয়ান তেলের জন্য একটি বৈশ্বিক ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করছে, যেখানে নিষিদ্ধ অপরিশোধিত তেলকে উচ্চমূল্যের রফতানিতে রূপান্তরিত করে মস্কোকে প্রয়োজনীয় ডলার সরবরাহ করছে ভারত।”
তিনি আরও সতর্ক করে বলেন, “নয়াদিল্লি এখন রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তাই ভারতের কাছে উন্নত মার্কিন সামরিক প্রযুক্তি হস্তান্তর করা ঝুঁকিপূর্ণ।”
কঠোর ভাষায় লেখা ওই কলামে নাভারো ইউক্রেন আক্রমণের পর থেকে ভারতের রাশিয়ান তেল কেনা নাটকীয় বৃদ্ধির বিষয়টিকে ভারতের ‘সুযোগসন্ধানী’ আচরণ উল্লেখ করে বলেন, এর ফলে ক্রেমলিনকে বিচ্ছিন্ন করার ও ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে নিয়ন্ত্রণের বৈশ্বিক প্রচেষ্টা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, “মার্কিন ভোক্তারা ভারতীয় পণ্য কেনে। সেই ডলার ব্যবহার করে ছাড়কৃত মূল্যে রাশিয়ান অপরিশোধিত তেল কিনে ভারত।”
এর আগে ভারত এ ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিকে অন্যায়ভাবে আলাদা করে দোষারোপ করা হচ্ছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও রাশিয়া থেকে অন্যান্য পণ্য আমদানি চালিয়ে যাচ্ছে। চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, বিশেষভাবে ভারতের অব্যাহত রাশিয়ান তেল আমদানিতে উল্লেখ করে। এর ফলে বিদ্যমান শুল্ক দ্বিগুণ হয়ে মোট ৫০ শতাংশে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা, ব্লুমবার্গ
বিডি প্রতিদিন/একেএ