কিছু কিছু মৃত্যু রেখে যায় অসংখ্য প্রশ্ন ও রহস্য। রহস্যজনক এসব মৃত্যুর তালিকায় রয়েছে বহু সফল তারকার নাম। যাঁদের মৃত্যুর বহু বছর পরও এর কারণ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। তাঁদের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয় নানা রহস্যের জাল। শোবিজ জগতের বেশ কজন জনপ্রিয় তারকার রহস্যজনক মৃত্যুর কথা জানাচ্ছেন - আলাউদ্দীন মাজিদ
সালমান শাহ
ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক সালমান শাহ, ৬ সেপ্টেম্বর, ১৯৯৬ সালে মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান। আদালত তাঁর মৃত্যুর কারণ আত্মহত্যা বলে উল্লেখ করলেও বিচারের দীর্ঘসূত্রতাসহ আরও অনেক কারণে ভক্তদের মনে সালমানের মৃত্যু এখনো রহস্যঘেরা রয়ে গেছে। অনেকের বিশ্বাস, তাঁকে হত্যা করা হয়েছে। সম্ভবত রাজনীতি বা ব্যক্তিগত জীবনের কোনো কারণে তাঁকে হত্যা করা হতে পারে। এ ক্ষেত্রে তাঁর স্ত্রী সামিরার দিকেই সন্দেহের তীর যায় সবার আগে। এরপর নায়িকা শাবনূরকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তিনি আত্মহত্যা করেছেন বলা হলেও এ কথা অনেকে বিশ্বাস করেন না। কারণ তাঁর শরীরে বেশ কিছু আঘাত এবং ধস্তাধস্তির লক্ষণ দেখা গিয়েছিল।
মাইকেল জ্যাকসন
সংগীত জগতে পপ রাজা মাইকেল জ্যাকসনের রহস্যজনক মৃত্যু হয় ২৫ জুন, ২০০৯ সালে। তখন তার বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। পুলিশ সূত্রে জানা যায়, তার মৃত্যু হয়েছিল তীব্র প্রোপোফল এবং বনজোডিয়াজেপাইন নেশার কারণে। যা তাকে তার ব্যক্তিগত চিকিৎসক ড. কনরাড মারে দিয়েছিলেন। তারপরও মাইকেল জ্যাকসনের মৃত্যুকে ঘিরে রহস্য রয়ে গেছে। অনেকের দাবি, ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়। মৃত্যুর পর তাঁর আশপাশের পরিবেশ ও পরিস্থিতি অনেক প্রশ্ন এবং বিতর্কের জন্ম দেয়। আজও তাঁর মৃত্যু রহস্যের কোনো যৌক্তিক সমাধান পাওয়া যায়নি। ধারণা করা হয়, আগামীতেও এই রহস্য নিয়ে ভক্তদের মাঝে প্রশ্ন থেকেই যাবে।
এলভিস প্রিসলি
এলভিস প্রিসলি, যিনি ছিলেন রক অ্যান্ড রোলের রাজা। ১৯৭৭ সালের ১৬ আগস্ট মাত্র ৪২ বছর বয়সে তিনি মারা যান। তাঁর মৃত্যুর আনুষ্ঠানিক কারণ হিসেবে হার্ট অ্যাটাক বলা হলেও এই আকস্মিক মৃত্যুকে ঘিরে অনেক রহস্য ছড়িয়েছে। যার সমাধান আজও পাওয়া যায়নি। অনেকে বিশ্বাস করেন, প্রিসলির স্বাভাবিক মৃত্যু হয়নি বরং তাঁকে হত্যা করা হয়েছিল। তাঁর হত্যার সম্ভাব্য কারণ হিসেবে অনেকে সন্দেহ করেছেন হয়তো বা কোনো মাফিয়া বা তাঁর নিজের ডাক্তারই তাঁকে হত্যা করেছেন। কিন্তু তাঁর মৃত্যু রহস্যের আজ পর্যন্ত কোনো কূলকিনারা হয়নি।
মেরিলিন মনরো
হলিউডের আইকনিক অভিনেত্রী মেরিলিন মনরো। এই নায়িকা ৫ আগস্ট, ১৯৬২ সালে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যুর আনুষ্ঠানিক কারণ হিসেবে জানা যায়, তিনি বারবিটুরেট ওভারডোজের মাধ্যমে আত্মহত্যা করেন। কিন্তু তাঁর মৃত্যু ঘিরেও অনেক ষড়যন্ত্রের আভাস রয়েছে। অনেকের বিশ্বাস, তাঁকে হত্যা করা হয়। পুলিশি তদন্তে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা বলা হলেও মনরোর স্বামী রবার্ট স্ল্যাটজারের দাবি ছিল মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সঙ্গে তিনি রোমান্টিকভাবে জড়িত ছিলেন বলে রাষ্ট্রীয় গোপন কোনো কিছু জেনে যাওয়ার ফলে তাকে হত্যা করা হতে পারে। হয়তো এজন্যই মনরোর মৃত্যুর পর তাঁর ময়নাতদন্তের রিপোর্ট ও কথিত সুইসাইড নোট সরিয়ে ফেলে সেগুলো হারিয়ে গেছে দাবি করা হয়েছিল।
দিব্যা ভারতী
জনপ্রিয় বলিউড অভিনেত্রী দিব্যা ভারতী ৫ এপ্রিল, ১৯৯৩ সালে মাত্র ১৯ বছর বয়সে মারা যান। তিনি মুম্বাইতে তাঁর অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের পঞ্চম তলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন এমন সন্দেহ থাকলেও বেশির ভাগ মানুষের ধারণা, তাঁকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে ফেলে দেওয়া হয়েছিল, সম্ভবত তাঁর ঈর্ষান্বিত স্বামী এ কাজ করে থাকতে পারেন। মাত্র ১৬ বছর বয়সে নায়িকা হিসেবে অভিষেক করেই তুমুল খ্যাতি অর্জন করেন তিনি। তাই তিনি হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন, এটা অনেকেই বিশ্বাস করেন না। মুম্বাই পুলিশ এ ক্ষেত্রে প্রমাণ সংগ্রহে সফল হয়নি। ১৯৯৮ সালে এই মামলা বন্ধ করে দেওয়া হয়। যারা পুরো বিষয়টি ষড়যন্ত্র হিসেবে দেখে তার স্বামী সাজিদ নাদিয়াওয়ালার দিকে আঙুল তুলছিলেন। দিব্যার মৃত্যুকে ঘিরে রহস্য আজও রয়ে গেছে।
ব্রুসলি
ব্রুসলি। একাধারে যিনি ছিলেন চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা এবং জিৎ কুন দো নামক নতুন ধরনের মার্শাল আর্ট ব্যবস্থার প্রতিষ্ঠাতা। তাঁর মৃত্যু হয় হংকংয়ে এবং এই মৃত্যু যথেষ্ট বিতর্কের সূত্রপাত হয়। ব্রুসলির মৃত্যু হয় ১৯৭৩ সালের ২০ জুলাই। হঠাৎ করে তাঁর মৃত্যু নিয়ে অনেকের মধ্যে নানা সন্দেহ ও মতবিরোধ ঘটে। তিনি মাত্র ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর আকস্মিক মৃত্যুকে ঘিরে এখনো নানা ধরনের ষড়যন্ত্রের কথা শোনা যায়। তারপরও আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে ব্রুসলির এই মৃত্যু। বিশ্বজুড়ে মার্শাল আর্টের এই নায়কের জনপ্রিয়তার পারদ এতটাই ঊর্ধ্বে উঠে গিয়েছিল যে, তাঁর সমসাময়িক অনেক তারকাই নাকি সেটি মেনে নিতে পারেননি। তাই তাদের ষড়যন্ত্রে হয়তো ব্রুসলির মৃত্যুর ছক আঁকা হয়।
শ্রীদেবী
শ্রীদেবী। এই কিংবদন্তি বলিউড অভিনেত্রী ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ সালে মাত্র ৫৪ বছর বয়সে মারা যান। তাঁকে দুবাইতে হোটেল রুমের বাথটাবে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাঁর মৃত্যুর আনুষ্ঠানিক কারণ দুর্ঘটনাজনিত ঢুবে যাওয়া বলা হলেও, এই মৃত্যুকে ঘিরে অনেক প্রশ্ন এবং রহস্যের উত্থান হয়েছিল। বাস্তবে কেউ কী এত স্বল্প পরিমাণ পানিতে ডুবে মারা যেতে পারে? এটি অনেকে বিশ্বাসই করতে পারেননি। অনেকের ধারণা, এর সঙ্গে তাঁর স্বামী বনি কাপুর জড়িত ছিলেন। কারণ সেদিন হোটেল রুমে তাঁর স্বামী ছাড়া আর কেউ ছিলেন না। একটি আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তাঁর এমন মৃত্যুকে কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি আজও।