নরওয়ের তেল শোধনাগার অবরোধ করেছেন গ্রেটা থুনবার্গসহ প্রায় ২০০ অধিকার কর্মী। দেশটির তেল শিল্পের অবসানের দাবিতে ওই পদক্ষেপ নেন তারা।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এক্সটিনশন রেবেলিয়নের অধিকার বিষয়ক কর্মীরা বারগেনে অবস্থিত মংস্টাড তেল শোধনাগার অবরোধ করেন।
থুনবার্গ বলেছেন, আমরা এখানে এসেছি কারণ এটি স্পষ্ট যে, তেল শিল্পের কোনও ভবিষ্যত নেই। আরও বলেছেন, নরওয়ের মতো তেল উৎপাদনকারী দেশের হাতে রক্ত লেগে আছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন নির্গমন হয়।
অধিকার বিষয়ক কর্মীরা বলেছেন, তারা এ সপ্তাহজুড়ে নরওয়েতে বিক্ষোভের পরিকল্পনা করেছেন। মংস্টাড তেল শোধনাগারটি ইকুইনর কোম্পানি পরিচালনা করে থাকে। নরওয়ে হলো ইউরোপের সবচেয়ে বড় তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ, যা প্রতিনিয়ত তেল ও গ্যাস উৎপাদনের জন্য সমালোচনার সম্মুখীন হয়।
দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তেল শিল্পের মাধ্যমে মানুষের কর্মসংস্থান হচ্ছে। এছাড়া ইউরোপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলেও জোর দেওয়া হয়।
ইকুইনরের পক্ষ থেকে বলা হয়েছে, ২০৩৫ সাল পর্যন্ত এটি দেশটির তেল উৎপাদন প্রতিদিন ১২ লাখ ব্যারেল রাখতে চায়। এছাড়া ২০৩৫ সাল পর্যন্ত ৪০ বিলিয়ন কিউবিক মিটার পর্যন্ত গ্যাস উৎপাদন করতে চায়। সূত্র: আরব নিউজ, লা মনডে, ব্লু নিউজ
বিডি প্রতিদিন/একেএ