বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে এ কর্মসূচি পালন করে তারা।
শিক্ষার্থীরা জানিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের দাবি মেনে না নেয়। তবে আরও বড় আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
এ সময় শিক্ষার্থীরা আরো জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার এক যুগ পার হয়েছে। কিন্তু আবাসন, পরিবহন ও শ্রেণি সংকটের মতো মৌলিক সমস্যা সমাধানে প্রশান নীরব ভূমিকায় রয়েছে। এতে শিক্ষার্থীরা হতাশ।
তাদের তিন দাবি হলো দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও সকল শিক্ষার্থীর জন্য শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করা। শিক্ষার্থীরা দ্রুত এই সংকটগুলোর সমাধান চেয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল