ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ শেষ হয়েছে। এ পর্যন্ত কেন্দ্রে ২৮ পদের বিপরীতে ৫৬৫ জন এবং ১৮টি হলে ১২২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তথ্য অনুযায়ী, সোমবার কেন্দ্রে ৪৪২ জন মনোনয়ন নিয়েছেন। এছাড়াও সলিমুল্লাহ মুসলিম হলে ৭১, ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩, রোকেয়া হলে ৪৬, মাস্টার দা সূর্যসেন হলে ৯০, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪, শামসুন্নাহার হলে ৩৭, কবি জসীম উদ্দিন হলে ৭৪, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুন্নেসা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, কবি সুফিয়া কামাল হলে ৪০, বিজয় একাত্তর হলে ৮৮ এবং স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়ন নিয়েছেন।
এদিকে ইতোমধ্যেই একাধিক দল প্যানেল চূড়ান্ত করেছে। গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে ভিপি পদে নির্বাচন করবেন দলটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের। জিএস পদে নির্বাচন করবেন আবু বাকের মজুমদার। এছাড়া এজিএস পদে আশরেফা খাতুন নির্বাচন করবেন।
ইতোমধ্যে আলাদা প্যানেল ঘোষণা দিয়েছেন জামালউদ্দিন খালিদ ও মাহিন সরকার। জামালউদ্দিন খালিদ স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। এছাড়া এজিএস পদে রোকেয়া হলের ছাত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ফাতেমা শারমিন অ্যানী নির্বাচন করবেন।
এছাড়াও ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচন করবেন উমামা ফাতেমা। তিনি প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং পরে কেন্দ্রীয় মুখপাত্র ছিলেন। এর আগে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন।
তবে এই প্যানেলে জিএস এবং এজিএস পদে কে থাকবেন, তা চূড়ান্ত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূইয়া ও বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এই পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছেন।
এছাড়াও স্বতন্ত্রভাবে অনেকেই ভিপি ও জিএস পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
ছাত্রদলের মধ্য থেকে ভিপি পদে নির্বাচন করতে পারেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। এছাড়া জিএস পদে কবি জসীম উদ্দিন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিমের নাম আলোচনায় রয়েছে।
ছাত্রশিবিরের পক্ষে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ নির্বাচন করবেন।
বিডি প্রতিদিন/নাজমুল