আলাস্কা বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশটির দখলকৃত ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এতে সমর্থন দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের আলাপে এমন ইঙ্গিত পাওয়া গেছে। এমন পরিস্থিতির মধ্যেই ওয়াসিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আজ বৈঠকে বসার কথা ট্রাম্পের। ইউরোপীয় নেতাদের ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দনবাস অঞ্চল ছেড়ে দিতে সম্মত হলে একটি শান্তিচুক্তির বিষয়ে সমঝোতা হতে পারে। ইউরোপের জ্যেষ্ঠ দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। আলাস্কায় অনুষ্ঠিত আলোচনার বিষয়ে সরাসরি অবগত দুটি সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে, যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পুতিন দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত দনবাস থেকে ইউক্রেনকে সরে যাওয়ার দাবি জানিয়েছেন। বিনিময়ে তিনি যুদ্ধের বাকি সম্মুখভাগে লড়াই বন্ধ রাখার কথা বলেছেন। দনবাস অঞ্চলকে রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে কথার বরখেলাপ হিসেবে দেখা হচ্ছে। তারা এ ধরনের চুক্তির বিরোধিতা করছে। ইউক্রেনীয় ও ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, প্রাথমিক যুদ্ধবিরতি বাদ দিয়ে সরাসরি শান্তিচুক্তিতে গেলে আলোচনায় মস্কো বাড়তি সুবিধা পাবে। আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে ঐতিহাসিক বৈঠকের তিন দিন পর সবার দৃষ্টি এখন ওয়াশিংটনের দিকে। কারণ ট্রাম্প-পুতিন বৈঠকের ফলাফল নিয়ে আজ ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প। আলাস্কা বৈঠকের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের বৈঠকের ওপর। এ বৈঠকে জেলেনস্কি ইতিবাচক অবস্থানের কথা জানালে যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ হতে পারে একরকম, আবার নেতিবাচক অবস্থান হলে ফলাফল হবে অন্য রকম। বিবিসি, রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধের আলোচনায় সুস্পষ্ট কোনো সমঝোতা বা চুক্তি সম্পাদন ছাড়াই আলাস্কা বৈঠক করে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে যাননি, তবে জিতে গেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। অর্থাৎ বল ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয়েছে, তিনি এখন যেভাবে খেলবেন, ফলাফল আসবে সেভাবে। আজ জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক থেকে এ ব্যাপারে অনেকটা ধারণা পাওয়া যেতে পারে। বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, আলাস্কা বৈঠকে ট্রাম্প-পুতিন কে কী অর্জন করেছেন, তা পরিষ্কার নয়। তবে বৈঠকের পর দুজনই দাবি করেছেন, বৈঠক গঠনমূলক হয়েছে। পুতিন বারবার আলাস্কা এবং মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে সাগরের ওপারে নিজ দেশের ভূখণ্ডের ভৌগোলিক অবস্থান উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে প্রতিবেশী বলেছেন। সারা বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিবেশী আখ্যা দিয়ে পুতিন মূলত বিশ্বমঞ্চের কূটনীতিতে নিজের পুনরাবির্ভাবকেই জানান দিয়েছেন। এটি তাঁর একটি অর্জন। এই বৈঠকে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির ক্ষেত্রে দেশটির দুটি অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়াসহ কিছু শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
শিরোনাম
- আইএলটি–টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন
- ১৬ ঘণ্টা পর জট কেটেছে মেঘনা টোলপ্লাজার, মদনপুরে ১২ কি.মি তীব্র যানজট
- ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছি : আমীর খসরু
- ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে চিকিৎসা
- ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
- জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত
- ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
- ‘সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিলে বাঁচানো সম্ভব’
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০
- আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : আসিফ নজরুল
- সব বাধা ভেদ করে ফেব্রুয়ারিতে মানুষ নির্বাচনের মাঠে যাবে : অ্যাটর্নি জেনারেল
- দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হচ্ছে
- ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক বৃত্তে আবদ্ধ থাকে না
- চার প্রশ্নমালায় জনমত নিচ্ছে জাতীয় বেতন কমিশন
- শুভসংঘের উদ্যোগে আগৈলঝাড়ায় পূজা কমিটির সঙ্গে মতবিনিময়
- সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা তারেক রহমানের
- বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই : ডা. জাহিদ
- ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে’
- আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমান: ট্রাম্প
পুতিনের প্রস্তাবে ‘সায়’ ট্রাম্পের
জেলেনস্কির সঙ্গে বৈঠক আজ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর