আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল দুপুরে বরিশাল নগরীর শংকর মঠের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘উনি (প্রধান উপদেষ্টা) যেটা বলেছেন সেটা থিউরিটিক্যাল কথা বলেছেন। আমি যতটুকু বুঝতে পারি থিউরিটিক্যালি যখন একটি দলের কার্যক্রম ব্যান্ড করা হয়, তখন সেটা পারমানেন্ট কি পারমানেন্ট না একটা প্রশ্ন থাকে। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না।’
তিনি বলেন, ‘আমি যতটুকু জানি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমাদের যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
আসিফ নজরুল বলেন, ‘আমরা মনে করি প্রত্যেক ধর্মের মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক। প্রত্যেকের সমান অধিকার। ধর্ম পালন ও ধর্ম চর্চার ক্ষেত্রে সমান অধিকার। এজন্য সারা দেশে নিরাপদ পরিবেশে পূজা পালন করা হচ্ছে। পূজা পালনের ক্ষেত্রে নানা ধরনের অপশক্তি ও ষড়যন্ত্র থাকে। এ বিষয়ে আমরা প্রথম থেকে অত্যন্ত এলার্ট ছিলাম।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘আমাদের দুটি চিন্তা ছিল-নির্বাচনের আগে বিচারের যে অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটুকু যেন হয়ে যায়। কারণ অনেক মানুষ জীবন দিয়েছেন। অনেক স্যাক্রিফাইস এখানে আছে। সেই লক্ষ্যে আমরা মনে করি বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েই গেছে। আমরা আশা করছি, আগামী নির্বাচনের আগে আগে কিছু বিচার দেখে যেতে পারব।’
পাহাড়ের বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘আমরা সবাইকে নিয়ে শান্তিতে সমৃদ্ধির সঙ্গে নিরাপদে বাস করতে চাই। এখানে ভেদাভেদের যে বিভিন্ন দেয়াল তুলে দেওয়া হয়-পাহাড়ি বাঙালি বলে হিন্দু খ্রিষ্টান মুসলমান বলে, আমরা এটা বুঝি আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে সবার যে অধিকার রয়েছে শান্তিতে সমৃদ্ধির সঙ্গে বাস করার অধিকার সবার সমান আছে। এটার বিরুদ্ধে যারা বাধা হবে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা চেষ্টা করব সবাই মিলে নিরাপদ থাকার জন্য।’