চুয়াডাঙ্গা সদর (তিনটি ইউনিয়ন বাদে) ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে চুয়াডাঙ্গা-১ আসনটি পুনরুদ্ধারে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন- দলের ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান, সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বিশ্বাসের মেয়ে কৃষকদলের কেন্দ্রীয় সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস মিলি ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। এ ছাড়া জামায়াতের প্রার্থী দলের সহকারী সেক্রেটারি ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও ইসলামী আন্দোলনের প্রার্থী জেলা কমিটির সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম। আওয়ামী লীগ না থাকায় এ আসনে বিএনপি অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে। তবে নিজ দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা। এ আসনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী নতুন মুখ হলেও ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। বিএনপি প্রার্থীদের সঙ্গে কথা বললে সবাই নিজ নিজ অবস্থানে এগিয়ে থাকার বার্তা দিয়েছেন। জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, শৃঙ্খলার স্বার্থে জেলা বিএনপির সব নেতা-কর্মী আমার পক্ষে আছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, জেলা বিএনপির বেশির ভাগ নেতা-কর্মীই আমাকে সংসদে দেখতে চান। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান বলেন, সব সময় এলাকার সাধারণ মানুষ ও তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গেই আছি। কৃষকদলের কেন্দ্রীয় সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস মিলি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিএনপির আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু বলেন, মাটি ও মানুষের সেবা করার জন্য মনোনয়ন চাইব। জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ভোটাররা পরিবর্তনের লক্ষ্যে এবার জামায়াত প্রার্থীকে নির্বাচিত করবেন। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম বলেন, ভোটাররা আমাকেই নির্বাচিত করবেন।
শিরোনাম
                        - যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি, সর্বনিম্ন শরণার্থী গ্রহণের সীমা ঘোষণা ট্রাম্পের
- ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
- ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার নির্দেশ নিয়ে যা বলল ইরান
- যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক
- যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
মাঠে বিএনপির পাঁচজন সক্রিয় জামায়াত প্রার্থীও
চুয়াডাঙ্গা-১
                        
                        
                                                     জামান আখতার, চুয়াডাঙ্গা
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                     
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর
                        
                        
                    
                     
                         
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        