ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধকর ও প্রাণবন্ত গ্রামীণ ঐতিহ্যের লাঠিখেলা। ঢাকঢোল আর কাঁসার ঝঙ্কারে মুখর ছিল পুরো এলাকা। হাজারো মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে আয়োজনটি।
গত শনিবার বিকালে উপজেলার বাড়িউড়া গ্রামের বালুমহাল মাঠে লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের লাঠিয়াল বাহিনী অংশ নেয়। তারা বাদ্যের তালে তালে লাঠির কসরত প্রদর্শন করেন। কখনো প্রতিপক্ষের আঘাত ঠেকিয়ে, কখনো পাল্টা আক্রমণে মেতে ওঠেন প্রতিযোগীরা।
খেলাকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর এক আনন্দমেলায়। নারী, পুরুষ, শিশুসহ সব বয়সি মানুষ ভিড় জমান খেলা দেখতে। দর্শকরা করতালির মাধ্যমে লাঠিয়ালদের উৎসাহিত করেন। হারিয়ে যাওয়া এই লোকজ খেলাটি দেখে অনেকেই ফিরে যান শৈশব স্মৃতিতে। দর্শনার্থীরা জানান, লাঠিখেলা শুধু বিনোদন নয়, এটি শেকড়ের সঙ্গে সম্পর্কিত একটি সাংস্কৃতিক ঐতিহ্য। যুবসমাজকে মাদক এবং অপরাধ থেকে দূরে রাখতে লাঠিখেলাসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে হবে। এই ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত আয়োজন ও সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন।