নারায়ণগঞ্জের ফতুল্লায় মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার এ ঘটনায় কিশোরীর বড় ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন-কিশোরীর খালাতো বোনের স্বামী কাউছার (৩০) ও তার বন্ধু আওয়াল (৩০)। তারা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গত ১৫ আগস্ট সন্ধ্যায় বাড়ির কাছে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে খালাতো বোনের স্বামী কাউছার বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে বাসা থেকে নিয়ে যায়। এরপর সে কিছুটা দূরে পশ্চিম নয়ামাটি রেললাইন এলাকায় আলম মিয়ার চতুর্থ তলা বাড়ির নিচ তলার উত্তর পাশের ভাড়াটিয়া কক্ষে নিয়ে একের পর এক কিশোরীকে ধর্ষণ করে দুজন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এমআই