অভিনেত্রী পূজা চেরী জানিয়েছেন, ব্যক্তিজীবনে তিনি উন্নত ব্যক্তিত্বসম্পন্ন পুরুষকে পছন্দ করেন। এ ছাড়া তিনি জীবনসঙ্গীর মধ্যে পশুপাখির প্রতি মায়া ও ভালোবাসার মতো গুণ দেখতে চান। তিনি এর সঙ্গে যোগ করেন- ‘তিনি কারও দ্বিতীয় পছন্দ নন।’ পূজা সাফ জানিয়ে দিয়ে বলেন, ‘আমি ব্যাকআপ প্ল্যান নই।’ পূজা চেরী বর্তমান সময়ের একজন আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী। একসময় শিশুশিল্পী হিসেবে ঢাকাই চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটলেও নিজ অভিনয় গুণ ও কাজের প্রতি নিষ্ঠার ফলে দ্রুত তিনি নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যান। শুরুতে ‘অগ্নি’ সিনেমায় নায়িকা মাহিয়া মাহির ছোট বোনের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর দুই বাংলার যৌথ প্রযোজনায় ‘নূরজাহান’ ও এরপরই জাজের প্রযোজনায় ‘পোড়ামন-টু’ সিনেমায় তুখোড় অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়ে নেন তিনি। এ পর্যন্ত দুই ডজনের মতো সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ গত ঈদে মুক্তি পায় তাঁর অভিনীত ‘টগর’ সিনেমাটি। এখন তিনি প্রায় অর্ধ ডজন সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন।