এশিয়া কাপের আগে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেলেন উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষাণ। একই কারণে খেলতে পারবেন না চলতি মাসের দলীপ ট্রফিতেও।
এশিয়া কাপ শুরু হবে সেপ্টেম্বর মাসে, দুবাইয়ে। ইতোমধ্যেই বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান দল ঘোষণা করেছে। ভারত তাদের স্কোয়াড ঘোষণা করবে ১৯ আগস্ট। এই সময়েই ঈশান কিষাণের এমন চোট ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য হতাশার খবর হয়ে এসেছে।
ঋষভ পন্থের ইনজুরির কারণে এশিয়া কাপ দলে উইকেটরক্ষক হিসেবে ঈশানের ফেরার সম্ভাবনা ছিল। নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন দলীপ ট্রফিতে। পূর্বাঞ্চলের অধিনায়ক হিসেবেও ঘোষণা করা হয়েছিল তার নাম। তবে চোট পুরোপুরি না সারায় তাকে স্কোয়াড থেকে ছিটকে যেতে হয়েছে।
বোর্ডের বেঙ্গালুরুস্থ জাতীয় এক্সিলেন্স সেন্টারে রিহ্যাবে থাকলেও ঈশান নির্দিষ্ট সময়ের মধ্যে পুরোপুরি ফিট হতে পারেননি। ফলে তিনি না খেলায় পূর্বাঞ্চল দলে তার পরিবর্তে জায়গা পেয়েছেন ওডিশার ২০ বছর বয়সী উদীয়মান ক্রিকেটার আশীর্বাদ স্বাইন।
পূর্বাঞ্চলের নেতৃত্ব এখন দেবেন অভিজ্ঞ বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ, যিনি ইতোমধ্যেই ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করেছেন এবং ঘরোয়া ক্রিকেটে ৭,৮০০-র বেশি রান করে নিজেকে প্রমাণ করেছেন।
ঈশান কিষাণের জাতীয় দলে ফেরার পথ আরও একবার থমকে গেল। এর আগেও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পন্থের পরিবর্তে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল তার, কিন্তু স্কুটার দুর্ঘটনার কারণে সে সময়েও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। এবার এশিয়া কাপের আগেও চোটই তার বাধা হয়ে দাঁড়াল।
বিডি প্রতিদিন/মুসা