ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-১ আসনের (সদর-মির্জাগঞ্জ-দুমকী) জন্য মনোনয়ন দৌড়ে রয়েছেন বিএনপির তিন নেতা এবং জাকের পার্টি, গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের একজন করে নেতা। এ আসনে জামায়াত আগেভাগেই প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপি থেকে মনোনয়ন প্রার্থীর তালিকায় রয়েছেন, দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধূরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান। জাকের পার্টি থেকে প্রার্থী হতে চান কেন্দ্রীয় ওয়াকিং কমিটির সদস্য, বরিশাল বিভাগের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলার সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান বাবুল। ইলসামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী হয়েছেন জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান। গণঅধিকার পরিষদের প্রার্থী হয়েছেন কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম। মনোনীত এবং মনোনয়ন প্রার্থীদের তৎপরতায় এরই মধ্যে জমে উঠেছে ভোটের রাজনীতি। শহর থেকে শুরু করে গ্রাম-গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে নির্বাচনি আমেজ। নেতারা প্রায় প্রতিদিনই দলীয় নেতা-কর্মীর সঙ্গে বৈঠক, মতবিনিময়, মসজিদে নামাজ আদায় ও কুশল বিনিময় করছেন। তারা নানান সামজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। ফলে ভোট নিয়ে রাস্তার মোড়ে, নগর-বন্দর, হাট-বাজার, হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা। যারা মনোনয়ন প্রার্থী তারা মনোনয়ন পেতে দলের হাইকমান্ডে চালাচ্ছেন জোর লবিং তদবির। ধারণা পাওয়া গেছে, আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপির পক্ষে মাঠ এখন অনেকটাই চাঙা। প্রার্থিতার ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধূরী বলেন, মনোনয়ন হলো দলের সিদ্ধান্ত। একজন প্রার্থীর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ চিন্তা করেই মনোনয়ন দেওয়া হয়। দল যাকেই মনোনয়ন দেবে আমরা বিনা বাক্যে তার হয়ে কাজ করব। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, আমি চাই একজন রাজনীতিবিদই ইলেকশন করুক। তবে আমি দল করি, দলের সিদ্ধান্তের বাইরে যাব না। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন কর্মী হিসেবে মনোনয়ন চাইব। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে আমরা জেলার চারটি আসনে মিটিং করেছি। এরপর আমরা জনগণের কাছে যাব। হাট-বাজার, শহর-বন্দরে ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং ভোটারদের দ্বারে দ্বারে যাব।
শিরোনাম
- বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান কত?
- এক ঘুমহীন মানুষের অস্থিরতার গল্প ‘নিদ্রাসুর’
- সাদাপাথর লুটের মামলার আসামি আওয়ামী লীগ নেতা আলফু চেয়ারম্যান গ্রেফতার
- ফিলিস্তিনপন্থী সংগঠনের পক্ষে বিক্ষোভ, লন্ডনে গ্রেফতার প্রায় ৫০০
- ঢাকায় আলি আজমত মঞ্চ মাতাবেন ১৪ নভেম্বর
- আজ দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে ঐকমত্য কমিশন
- মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি, আবার ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা
- নাটোরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সারাদেশে পুলিশি অভিযানে ৯৫৬ জন গ্রেফতার
- খুলনায় পিকআপের ধাক্কায় পথচারীর প্রাণহানি
- বিশ্ব শিক্ষক দিবস আজ
- ট্রাফিক আইন লঙ্ঘনে চার দিনে ডিএমপির পাঁচ হাজারের বেশি মামলা
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- রেকর্ড খেলাপিতে নাজুক ব্যাংক
- গাজা থেকে সেনা প্রত্যাহারে সম্মতি দিয়েছে ইসরায়েল : দাবি ট্রাম্পের
- গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলের ৯৩টি হামলা, নিহত অন্তত ৭০
- জুবিনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে: দাবি গ্রেপ্তার হওয়া সহশিল্পীর
- ৩৫ লিটারের বদলে ৬২১ লিটারের ভুয়া বিল পেলেন ফারহান
- নোয়াখালীর হাতিয়ায় নৌবাহিনীর অভিযান: কয়লাসহ ০৩ ট্রলার আটক
- ব্যাংকিং খাতে দক্ষ এমডির চরম সংকট : গভর্নর
জমে উঠেছে মনোনয়ন দৌড় সরব সম্ভাব্য প্রার্থীরা
পটুয়াখালী-১
সঞ্জয় দাস লিটু, পটুয়াখালী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

‘ইস্টার্ন ন্যাটোতে’ রূপ নিতে পারে পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি: ইসহাক দার
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফ্লোটিলার দুটি নৌযানে ড্রোন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু, দাবি রিপোর্টে
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম