পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম বেড়েছে ভরিতে ১ হাজার ৫২৮ টাকা থেকে ২ হাজার ১৯২ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যতালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের ভরিতে ২ হাজার ১৯২ টাকা বৃদ্ধির পর দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। ২১ ক্যারেটের ভরিতে ২ হাজার ৯৯ টাকা বৃদ্ধিতে দাম পড়বে ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা। ১৮ ক্যারেটের ভরিতে ১ হাজার ৭৯৬ টাকা বৃদ্ধির পর দাম হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা।
সনাতন পদ্ধতিতে ১ হাজার ৫২৮ টাকা বৃদ্ধির পর দাম হয়েছে ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।