ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশনের’ উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করায় লন্ডনে প্রায় ৫০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের গ্রেফতার করা হয়।
চলতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানালেই বিক্ষোভকারীদের গ্রেফতার করা হচ্ছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর একটার কিছুক্ষণ পরেই প্রথম গ্রেফতারটি ঘটে। ওই সময় বসে থাকা বিক্ষোভকারীরা কলম বের করে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে প্ল্যাকার্ড লিখছিলেন।
স্কয়ারের ফুটপাতে নীরবে বসে থাকা এই গোষ্ঠীর সদস্যদের গ্রেফতার শুরু করার জন্য কয়েক ডজন পুলিশ লাইনে দাঁড়িয়ে ছিল।
বিক্ষোভের দুই ঘণ্টা পর আয়োজকরা জানিয়েছেন, তারা প্রায় এক হাজার জনকে প্ল্যাকার্ড হাতে বসে থাকতে দেখেছেন।
পুলিশ জানিয়েছে, ৪৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে একটি নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার জন্য। গ্রেফতার হওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি ১৮ বছর বয়সী, সবচেয়ে বয়স্ক ব্যক্তি ৮৯ বছরের। শনিবার রাত পর্যন্ত ২৯৭ জন হেফাজতে ছিলেন, বাকিদের জামিন দেওয়া হয়।
মেট্রোপলিটন পুলিশ ফেডারেশনের প্রধান পলা ডডজ বলেছেন, “যথেষ্ট হয়েছে। আমাদের মনোযোগ এমন এক সময়ে মানুষকে নিরাপদ রাখার দিকে থাকা উচিত যখন দেশটি সন্ত্রাসী হামলার জন্য উচ্চ সতর্কতায় রয়েছে। এর পরিবর্তে এই অবিরাম বিক্ষোভগুলোকে সহজতর করার জন্য অফিসারদের টেনে আনা হচ্ছে।” সূত্র: বিবিসি, স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/একেএ