ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছেন। গতকাল সকাল ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। এ সময় মহাসড়কের পাশে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন। সড়ক অবরোধ কর্মসূচিতে শত শত কর্মকর্তা অংশ নেন।
অবরোধকারীদের অভিযোগ, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এর প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছি।
এর আগে গত শুক্রবার সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত কর্মকর্তারা রবিবার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দেন। তবে শনিবার সকাল থেকেই মানববন্ধন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হয়।
ভুক্তভোগী কর্মকর্তা সাঈদুল ইসলাম বলেন, ‘ইসলামী ব্যাংকে কর্মরত চট্টগ্রামের প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তা বর্তমানে সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে আর ধৈর্য ধারণের সুযোগ নেই। চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল, ওএসডি প্রত্যাহারসহ মোট ছয় দফা দাবির কথা আমরা দীর্ঘদিন ধরে তুলে ধরছি। কিন্তু দুঃখজনকভাবে সেই দাবিগুলো আজও মানা হয়নি।’
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘আন্দোলনকারীরা কিছু সময় সড়কে অবস্থান করেন। পরে আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। এরপরই যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।’