রংপুরের কুটিরপাড়া এলাকার শিশু কলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘বন্ধু নির্বাচন ও না বলতে শেখা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আয়োজিত এই আলোচনা সভায় নবম ও দশম শ্রেণির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মো. আনিসুর রহমান আনিস, মো. গোলাম রব্বানী, মো. মিলন মিয়া ও মো. শহিদুল ইসলাম সাজু।
এছাড়া, বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান ও অর্থ সম্পাদক সোহাগ দাশসহ সংগঠনের অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন বলেন, “বন্ধুত্ব মানুষের জীবনে অনেক বড় সম্পদ। সঠিক বন্ধুরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগী হয়, আর ভুল বন্ধু জীবনের ক্ষতির কারণ হতে পারে। তাই ছোটবেলা থেকেই তোমাদের বুঝতে হবে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত। তেমনি জীবনের প্রতিটি স্তরে খারাপ কাজ, মাদক, অসদাচরণ বা অন্যায়ের প্রস্তাব এলে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে।
তিনি বলেন, তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তাই তোমরা যেন সঠিক দিকনির্দেশনা পেয়ে নিজেদের সুন্দর ও সৎ পথে গড়ে তুলতে পারো, সেটিই আমাদের মূল লক্ষ্য। বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
শিশু কলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুল খালেক সরকার তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঠিক বন্ধু নির্বাচন করতে শেখানো জরুরি। পাশাপাশি জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভুল ও ক্ষতিকর প্রস্তাবের সামনে দৃঢ়ভাবে ‘না’ বলতে শেখা প্রয়োজন। বসুন্ধরা শুভসংঘ বন্ধু নির্বাচন নিয়ে আজকের আলোচনা সভা আমাদের স্কুলের অনেক শিক্ষার্থীর বাস্তব জীবনে কাজে লাগবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা আলোচনায় অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে।
বিডি প্রতিদিন/কেএ